স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আইনজীবির উপর হামলা ও তাঁর সহকারিকে মারধর করার মামলায় পরোয়ানাভুক্ত আসামী হাসিবুর রহমান রাব্বি (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে দক্ষিণ অনন্তপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকালে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আইনজীবির উপর হামলা ও তাঁর সহকারিকে মারধোর করার অভিযোগে রাব্বির বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল।