॥ চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দশ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা (সিএনজি) আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমাবার রাত সাড়ে ৮টায় উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রাম থেকে আটক করা হয়। জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই গৌরাঙ্গ, আব্দু মুকিত চৌধুরী ও এএসআই আলমাছ মিয়ার নেতেত্বে একদল পুলিশ উপজেলা রাকি গ্রামে অভিযান চালায়। এ সময় একটি অটোরিক্সা (সিএনজি) ভর্তি ১০ কেজি গাজা উদ্ধার করে। সিএনজি নাম্বার-(হবিগঞ্জ-থ-১১-০১৪৫)। অভিযাকালে গাড়ীর চালক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পুলিশ জানায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চুনারুঘাট উপজেলাকে মাদক মক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে জনগন সহযোগিতা করলে চুনারুঘাটকে মাদক নির্র্মূল করতে সক্ষম হব।