প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নে আরো ৪৮০ জন দুঃস্থ ও অসহায় লোকদের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার মাথাপিছু ৩০ কেজি করে চাউল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করেন। চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার দেবাশীষ দেব, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, ইউপি সচিব কৃষ্ণ দাসসহ ইউপি মেম্বারগণ। এর আগে রবিবার ইউনিয়নের ৫২০ জনের মধ্যে ভিজিএফ এর চাইল বিতরণ করা হয়। সুষ্টু ও শান্তিপূর্ণভাবে চাউল বিতরণে সহযোগিতা করায় ইউপি চেয়ারম্যান মধু মিয়া তালুকদার প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।