স্টাফ রিপোর্টার ॥ আখাউড়া-সিলেট রেলওয়ে সড়কের হরষপুর ব্রীজের নিচ থেকে ২৪ ঘন্টার ব্যবধানে আরো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে কোন দুষ্কৃতিকারীরা তাদের হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। তবে লাশগুলোর পরিচয় সনাক্ত না হওয়ায় পুলিশ ও আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকর্তাগণ পড়েছেন বিপাকে। গত রবিবার দুপুরে মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনের অদুরে ব্রীজের নিচে কুচুরিপানায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। এসআই তাউছ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে গত শনিবার একই সময় একই স্থান থেকে পয়তাল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এদিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিচয় সনাক্ত না হওয়ায় লাশগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়। পুলিশের দাবি একদিনের ব্যবধানে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ নিতে গড়িমসি করে।