স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুই মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ীকে দণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। এর আগে বিকাল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী বহুলা গ্রামে অভিযান চালায়। এ সময় বহুলা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শের আলীর পুত্র আব্দুস সালাম (৪৫), একই গ্রামের মৃত হায়দার আলীর পুত্র রিকশা চালক মামুন (৩০) ও তেঘরিয়া গ্রামের মৃত জাহেদুল হকের পুত্র মোরগ ব্যবসায়ী আব্দুল হাই (৫০) কে গ্রেফতার করে। এ সময় আব্দুস সালামের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে মাদক সেবনের অভিযোগে আব্দুল হাই ও মামুনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য আব্দুস সালাম দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে মাদক ব্যবসা করে আসছে। ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। বাড়ছে চুরি ডাকাতি ও ছিনতাইর মতো ঘটনা। তাঁর বিরুদ্ধে এলাকাবাসি অভিযোগ দিলে এ অভিযান চালানো হয়। গতকাল সন্ধ্যায় আব্দুস সালামকে কারাগারে প্রেরণ করা হয়। মামুন ও আব্দুল হাইকে জরিমানা রেখে ছেড়ে দেয়া হয়। উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আমাদের অভিযান নিয়মিত চলবে।