প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-এর প্রাচীনতম সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সুরবিতান প্রশিক্ষণ কেন্দ্রে পরিষদের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ-এর পরিচালনায় সাংগঠনিক সম্পাদক আবু মোতালেব খান লেবু’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন, বৃন্দাবন কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসার ইকরামুল ওয়াদুদ, জেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, অধ্যক্ষ (অবঃ) মুখ্য আলোচক প্রফেসর জাহান আরা খাতুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ডাঃ জমির আলী, চারুকলা অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ, শচীন্দ্র কলেজের প্রভাষক গৌতম সরকার, সাবেক কমিশনার আব্দুল মোতালেব মমরাজ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার, কবি অপু চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, পরিষদের সদস্য নুরুর রহমান হারুন, মোঃ কুদ্দুছ আলী মনোহর প্রমূখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আবু মোতালেব খান লেবু, খান জান্নাত-ই-যারীণ, প্রিয়াংকা চক্রবর্তী, অন্যন্যা চক্রবর্তী, কবিতা আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সামাজিক অবক্ষয় রোধে আমাদের নজরুল-রবীন্দ্র চর্চা খুবই প্রয়োজন। তিনি পরিষদের কার্যক্রমের অব্যাহত ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে হবিগঞ্জ সাহিত্য পরিষদের মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন প্রত্যয়-এর রবীন্দ্র-নজরুল প্রয়ান সংখ্যা-২০১৭ এর মোড়ক উন্মোচন করা হয়।