নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের রাজনগর গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী সুরুজ আলী (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাজারে আসার পথে রাজনগর গ্রামের পাশের মৎস্য আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সুরুজ আলী ওই গ্রামের মৃত আশ^দ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধৃত সুরুজ আলী দীর্ঘদিন ধরে চুরি ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে এলাকার দাগী চোর ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে হানা দিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করেও পাওয়া যায়নি। রবিবার রাতে তাঁর অপর সহযোগি আলকাছ মিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়। গতকাল সোমবার থানার অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমানের নির্দেশে পুলিশ দিনব্যাপী শহর ও শহরতলীর আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করে অভিযানে নামে। রির্পোট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে সুরুজকে গ্রেফতার করে।