প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বিগত ৩ ফেব্র“য়ারী বিএনপি ও এর অংগ সংগঠনের সমন্নয়ে জরুরী সভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপস্থিত নেতা-কর্মীরা সকলে তার উপর দায়িত্বভার অর্পন করেন। তিনি গত ১২ ফেব্র“য়ারী ১৫ টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলার ৯ টি অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের মতামত গ্রহন করেন। অতঃপর তিনি স্থানীয় মতামত কেন্দ্রে উপস্থাপন করার পর কেন্দ্র থেকে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান হিসেবে ফরহাদ হোসেন বকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তানিয়া খানমকে বিএনপির সমর্থন দেওয়া হয়। গতকাল রবিবার বিকালে ডা. জীবনের কামালখানীস্থ নিজ বাড়ির বাংলোয় কেন্দ্রের সিদ্ধান্তানুযায়ী প্রার্থী ঘোষনা করেন।