প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ শারীরিক প্রতিবন্ধী এক যুবককে হুইল চেয়ার প্রদান করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় বানিয়াচঙ্গ উপজেলার বালিখাল শিবপুর গ্রামের হরিবল দাশের পুত্র লিটন চন্দ্র দাশকে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক, এসিস্ট্যান্ট গভর্ণর ফনীভূষণ দাশ, পাস্ট প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র দেব, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম এ মতিন খান, পাস্ট প্রেসিডেন্ট পূণ্যব্রত চৌধুরী বিভু, জয়েন্ট সেক্রেটারী শংখ শুভ্র রায়, এ এস এম মহসিন চৌধুরী ও শেখ জামাল মিয়া।