বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

লস্করপুরে হামলা চালিয়ে বিএনপির মঞ্চ ভাংচুর ৩০ নেতাকর্মী আহত

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন বিএনপি সমাবেশ পণ্ড হয়ে গেছে। বিএনপির দাবী পুলিশ-আওয়ামীলীগের একদল কর্মী হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের মারদর করে। এতে বিএনপি ও সহযোগি সংগঠনের প্রায় ৩০ আহত হয়েছে।
বিএনপির দলীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। কিন্তু সমাবেশের নির্ধারিত সময়ের পূর্বেই স্থানীয় আওয়ামীলীগের একদল কর্মী মিছিল সহকালে সেখানে গিয়ে বিএনপির সমাবেশের মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে একদল পুলিশ নিয়ে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম। তিনি সমাবেশ বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এতে রাজি হয়নি। এক এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, জেলা জিসাসেস সদস্য সচিব আব্দুল আওয়ালসহ ৩০জন আহত হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মশাজান পয়েন্ট থেকে গোপায়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তেতৈয়া ব্রীজের পূর্বে পাড়ে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি গউছের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপির পূর্বনির্ধারিত অনুষ্ঠানে পুলিশ-আলীগ একত্রে হামলা চালায়। পুলিশ লাঠি চার্জ করে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুর রহমান এরান, ইউনিয়ন সভাপতি ফরিদসহ ৩০ জন নেতা-কর্মী আহত হন। আইন শৃংখলা অবনতির আশংকায় আমরা নির্ধারিত স্থানে আর সভা করিনি। তবে ইউনিয়নের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ অভিযান হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com