স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, আদর্শ মানুষ হতে হলে আব্দুল হান্নান চৌধুরীর মতো আদর্শ শিক্ষাবিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। শিক্ষা অর্জন মানে সারাক্ষণ বই-খাতা নিয়ে পড়ে থাকা নয়। জ্ঞান অর্জন করতে হবে। আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষের জীবনাদর্শ অনুসরণ করতে হবে। শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলের পোষাক পরে স্কুলেই আসবে। রাস্তাঘাটে আড্ডা দিতে পারবে না। ক্লাস চলাকালে রাস্তাঘাটে কোন শিক্ষার্থীকে স্কুলের পোষাক পরে আড্ডা দিতে দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্ছারণ করেন জেলা প্রশাসক।
বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, নিউইয়র্কের নিউজ ম্যাগাজিন দিনবদল এর প্রধান সম্পাদক সেলিম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান। শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী অজশ্রিতা দাশ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ফারিহা তাবাসসুম আনিকা ও গীতা পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা মল্লিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী ছিলেন একজন আদর্শ শিক্ষক, শিক্ষাবিদ ও সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। আমাদের সমাজে এখন আদর্শ মানুষের সংখ্যা খুবই কম। কম আদর্শ শিক্ষকের সংখ্যাও। আদর্শ মানুষ হতে হলে আব্দুল হান্নান চৌধুরীর মতো গুণী মানুষকে অনুসরণ করতে হবে।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জেলার বিভিন্ন স্কুলের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ২ হাজার টাকা করে বৃত্তির টাকা তুলে দেন।
প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার অ্যাডভোকেট আব্দুল বাছিত চৌধুরীর অর্থানুকূল্যে এই বৃত্তি প্রদান করা হয়।