বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

ইনাতগঞ্জের দীঘিরপাড় মসজিদের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ দীঘিরপাড় জামে মসজিদের খতিবকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট বিরোধ উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিরপাড় জামে মসজিদের খতিব পরিবর্তনের দাবী তুলেন মাসুদ আহমদ জেহাদীসহ তার লোকজন। তারা খতিবের পেছনে নামাজ ও আসন্ন ঈদুল আযহার নামাজ পড়তে নারাজ। অপর দিকে তাদের এই সিদ্ধান্তে প্রতিবাদ করেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমানসহ কমিটির লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ ঘটনার জের ধরে আজিজুর রহমান তার জীবনের নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেন। খবর পেয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডঃ আলমগীর চৌধুরী।
গতকাল শনিবার বিকেলে ইনাতগঞ্জ বাজারে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ বাহুবলে দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ, আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, যুবলীগের সভাপতি আশাহীদ আলী (আশা), জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমিনুর রহমান প্রমুখ।
বৈঠকে বর্তমান মসজিদের কার্যক্রম পঞ্চায়েতের সিদ্ধান্তে নামাজ, আসন্ন ঈদুল আযহার নামাজসহ মসজিদের যাবতীয় কাজ করার সিদ্ধান্ত হয়। নতুন কমিটি গঠণের পূর্ব পর্যন্ত বর্তমান কমিটি মসজিদ পরিচালনায় দায়িত্ব পালন করবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন এর ব্যবস্থা নিবে। সভায় উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com