স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, কথাটির মর্মার্থ আবারও প্রমান করল হবিগঞ্জের যুব সমাজের ভ্যানগার্ড নামে খ্যাত বন্ধু সংগঠন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস্ কমিউনিটি (আই.এফ.সি)। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীবদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে। গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় স্থানীয় আরডি হল প্রাঙ্গনে আই এফ সির নিজস্ব অর্থায়নে প্রায় দুইশত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সকল উপদেষ্টা, সকল নেতৃবৃন্দ ও সম্মানীত সকল সদস্যবৃন্দ। উপস্থিত সকল বক্তাগন হতদরিদ্র ও বন্যার্থ মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।