প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব আইএফসি’র উদ্যোগে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে শহরের সুরবিতান ললিতকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- আইএফসি উপদেষ্টা বিএমএ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, খোয়াই থিয়েটার সেক্রেটারি ইয়াছিন খান ও দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।
আইএফসি সভাপতি মোঃ আখতারুজ্জামান তরপদার জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিজন দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শহীদুল সোহাগ, নাদিরা চৌধুরী উর্মী, পিয়াস চৌধুরী, জাবেদুর রহমান, সিতি রাণী সিংহা ও মিজবাহউজ্জ্বামান রিপন।
সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুকরণীয় উল্লেখ করে, তার আদর্শে আদর্শিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।