লাখাই প্রতিনিধি ॥ গ্রাম্য দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে ফিকল, টেটা, রামদা, লাটিসহ অন্যান্য দেশি অস্ত্রসস্ত্র ৩০ আগষ্টের মধ্যে লাখাই থানা বা পুলিশ ফাঁড়িতে জমা দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ জন্য উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার জনগণের নিরাপত্তার জন্য উপজেলার দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করে দেশিয় অস্ত্র জমা দেয়ার আহবান জানানো হচ্ছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার বাসিন্দারা। উপজেলার বামৈ ইউনিয়নের বাসিন্দা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান তালুকদার রনি বলেন, লাখাই উপজেলার আগামি প্রজন্মের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি আমাদের এলাকার সর্বস্তরের জনগণ নিজেদের এলাকাকে দাঙ্গামুক্ত ও তাদের সন্তানদের সুন্দর ভবিষৎ গড়তে পুলিশ প্রশাসনের এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন, লাখাই উপজেলার জনগণের চাহিদার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলার সকল ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে, যাদের কাছে ফিকল, টেটা, রামদা, লাটিসহ অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র আছে সেগুলো যেন ৩০ আগষ্টের মধ্যে লাখাই থানা বা ফাঁড়িতে জমা করেন। অন্যথায় ৩০ আগষ্টের পর বিশেষ অভিযান পরিচালনা করে যার বাড়িতে ফিকল, টেটা, রামদা ইত্যাদি পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।