নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ সকল শহীদদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার গজনাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শেখের পাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ পরিবারের সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের বিদায়ী আত্মার রুহে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ সহ মুসল্লীয়ানবৃন্দ।