স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজারে এবাদুর রহমান (২০) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর জনক মৃত্যু হয়েছে। তবে পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে যাওয়ায় রহস্য আরো ঘর্নীভূত হয়। এবাদুর রহমান বানিয়াচং উপজেলার বালিখাল গ্রামের ছনু মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে বগলা বাজারে ভাঙ্গারী ব্যবসা করে আসছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় তার অচেতন দেহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই লাশের সাথে আসা লোকজন সটকে পড়েন। পরে লাশটি জরুরি বিভাগের বারান্দায় নেয়া হয়। কিন্তু মৃত্যুর কারণ কেউই বলতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ জিজ্ঞেসা করলে সাথে আসা লোকজন জানায় তারা কিছু জানে না। পরে জুম্মার নামাজের সময় সকলের অগোচরে হাসপাতাল থেকে লাশটি নিয়ে যায় কে বা কারা।