নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি জীতেন্দ্র কুমার নাথের নবীগঞ্জ থেকে বদলী জনিত বিদায় উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি সহকারী কমিশনার ভুমি জীতেন্দ্র কুমার নাথ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরঞ্জন দাশ, উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি অশোক তরু দাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য সচিব রঙ্গলাল রায়, নবীগঞ্জ ইসকন নামহট্ট সংঘের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ২ কালীপদ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, সাংগঠনিক বিভু আচার্য্য, প্রচার সম্পাদক পবিত্র বনিক, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য, গৌরমনি সরকার, পরেশ রায়, প্রনয় কুমার পাল, জ্যোতিষ সরকার, সুব্রত দাশ সামন্ত, বাউসা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়, করগাও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, আইন বিষয়ক সম্পাদক শিক্ষক নিরূপম দেব, বিজয় রায়, কিরন সুত্রধর প্রমূখ। বক্তরা বলেন, বিদায়ী সহকারী কশিনার ভুমি তাঁর কর্মের দক্ষতা দিয়ে ভবিষ্যতে আরো পদোন্নতি পাবেন।