প্রেস বিজ্ঞপ্তি ॥ বড়গুনা জেলার বেতাগী উপজেলায় একজন স্কুল শিক্ষককে শ্রেণিকক্ষে লাঞ্ছিত করার প্রতিবাদে হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ জেলা প্রধান শিক্ষক সমিতি। দেশব্যাপি এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল হবিগঞ্জেও স্মারকলিপি দেয়া হয়। হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিউল আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, চুনারুঘাট উপজেলা সমিতির সভাপতি জাহানারা বেগম, আজমিরীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি কামরুজ্জামান, সদর উপজেলা সভাপতি মস্তোফা আহমেদ, নবীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি কাজী মাসুদুর রহমান, বাহুবল উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, লাখাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সেলিম বাহার, সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর, চুনারুঘাট উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, রুহুল আমীন, শাহীন আহমেদ, দেলোয়ার হোসেন, নারায়ন চক্রবর্তী, নিয়াজ, মোছাব্বির, কাউছার আহমেদ খান ও রাহুল আমীনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।