প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলায় ৫নং করাব ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ভিজিএফ এর চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাইল ও নগদ টাকা বিতরণ করা হয়। ভিজিএফ এর আওতায় ৮শ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাউল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়েদুর রহমান, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্চিনিয়ার আব্দুল হাই কামাল, ট্রেগ অফিসারের দায়িত্বে থাকা উপ কৃষি কর্মকর্তা আফরোজ মিয়া, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী ও উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ করাব ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।