স্টাফ রিপোর্টার ॥ মানি লন্ডারিং মামলায় আটক মোস্তাক খার (৩৫) এর জামিন না-মঞ্জুর করেছেন দায়রা জজ আদালত। গত রবিবার জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে তার জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ নুরুল আমিন ও হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিরাজুল ইসলাম চৌধুরী। মামলার বিবরণে জানা যায়, গত ৭ আগষ্ট কোর্ট মসজিদ এলাকা থেকে ঢাকার ক্রাইম ব্যাঞ্চের সিআইডি তাকে আটক করে তার একাউন্ট তল্লাশী করে প্রায় ১ কোটি টাকা জব্দ করে। এর পর মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ইতোমধ্যে মোস্তাককে রিমান্ডেও নেয়া হয়। সে বানিয়াচং উপজেলার তকবাজখানি মহল্লার মনোয়ার খার পুত্র বলে জানা গেছে।