বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ছাত্রদল নেতা শাহজাদাকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বানিয়াগাও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোতাব্বির মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভার:) নজরুল ইসলাম হেলাল ও অপর আরেক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করার অপরাধে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।
থানার এসআই সোহেল মিয়া ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করেছে পুলিশ।