সভানবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জামশেদুর রহমান, প্রকৌশলী সৈয়দুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে এডঃ জাবিদ আলী, আশিক মিয়া, আবু সাঈদ এওলা মিয়া, ছাইমুদ্দিন, আবু সিদ্দিক, নজরুল ইসলাম. মুহিবুর রহমান হারুন, বজলুর রশিদ, নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, আওয়ামীলীগ নেত্রী শেখ ছঈফা রহমান কাকলী, আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল, পল্লী বিদ্যূৎ ডিজিএম আব্দুল বারী প্রমূখ। সভায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ঈদ উপলক্ষ্যে গরুহাট যাতে না বসে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি গরুর বাজারে পুলিশ প্রহরা জোরদার করা হবে। নবীগঞ্জ উপজেলার মান্দাকান্দি গ্রামে মুক্তিযোদ্ধা শাহ ফজর আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি নিয়ে আলোচনা হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের দীগিরপাড় গ্রামে জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধটি সমাধানের জন্য আলোচনা হয়। রুদ্রগ্রাম-নবীগঞ্জ রোডে সিএনজি চলাচল নিয়ে বিরোধের জের ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে ফলে জন দূর্ভোগ চরমে বিষয়টি সমাধানের জন্য আলোচনা হয়। বীর মুক্তিয়োদ্ধা শাহ ফজর আলী সড়কটি সংস্কারের দাবি তোলা হয়। এছাড়া ঈদ উপলক্ষ্যে রাতেদ বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদার, ঈদের জামাতে নাশকতারোধে প্রতিটি ওর্য়াডে ওয়ার্ডে কমিটি গঠন করার জন্য সিন্ধান্ত হয়।