প্রেস বিজ্ঞপ্তি ॥ অস্বচ্ছল পরিবারের সদস্য কুলসুম বেগমকে আর্থিক অনুদান দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল পৌরভবনে এ অনুদানের টাকা হস্তান্তর করেন তিনি। কুলসুম বেগম পৌর এলাকার আনোয়ারপুরের বাসিন্দা। তিনি অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। এ ব্যাপারটি মেয়রের দৃষ্টি আর্কষন করলে তিনি পৌরসভার পক্ষ হতে এ অনুদানের ব্যবস্থা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, অর্পনা পাল, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।