স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার পুরাহাতি উপজেলার ভুবতীপুর গ্রামের আবু কালামের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর বেলায় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৮৬৬) উপজেলার ডুবাই বাজার এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলম মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়ির বডি কেটে চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।