শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

পইলে বিএনপির সদস্য সংগ্রহকালে জি কে গউছ ॥ যারা ধান ভানতে শিবের গীত গায় তাদের সম্পর্কে হবিগঞ্জবাসী অবগত

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, মামলা হামলার ভয় উপেক্ষা করেই বিএনপির রাজনীতিকে মূল লক্ষে পৌছাতে হবে। মিথ্যা মামলা দিয়ে অতিতে যেমন বিএনপির নেতাকর্মীদের রাজনীতি থেকে দুরে সড়ানো যায় নাই, বর্তমানেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। তিনি গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মেয়র জি কে গউছ আরও বলেন, যারা ধান ভানতে শিবের গীত গায় তাদের সম্পর্কে হবিগঞ্জবাসী অবগত। আর আমরা অন্য জেলা থেকে এসে এই শহরে বাড়িঘর তৈরী করিনি। আমরা এই শহরেই জন্ম গ্রহন করেছি, এই শহরেই বড় হয়েছি, এই শহরেই রাজনীতি করছি। তাই কার কী অতিত রয়েছে সে সম্পর্কেই হবিগঞ্জবাসী সচেতন রয়েছে। সময় হলেই হবিগঞ্জবাসী এর মুল্যায়ন করবে।
পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবর আলী মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া ও পইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফা মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, মহসিন সিকদার, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা আব্দুস সাত্তার, ফারুক মিয়া, মাসুক আহমেদ, নজরুল ইসলাম, আবু সাইদ, আদব আলী, জামাল মেম্বার, দুধু মিয়া, আব্দুস শহিদ, সাইদুর রহমান শামীম, তোফাজ্জল ইসলাম, আব্দুর হক, আব্দুল বারিক, শাহজাহান, শের আলী, তৈয়ব আলী, ফয়সল আহমেদ, আব্দুস সালাম, আজগর আলী, জিল্লুর রহমান দুলাল, আব্দুস সোবহান, কামরুল ইসলাম ঝুনু, জাকির হোসেন, এস এম মানিক, সাবাজুল হক, আবুল কালাম, রবিন আহমেদ রনি, আজিজুর রহমান, সিয়ান আহমেদ, দরবেশ আলী, আতাউর রহমান, মিঠুন আহমেদ, শুভ আহমেদ, সৌরভ আক্তার, মাসুম আহমেদ, দুলন মিয়া, চুনু মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com