রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মরহুম মফিজ উদ্দিন মাষ্টারের বাড়ী হইয়া রাজঘাট রাস্তা পর্যন্ত প্রায় পৌণে ১ কোটি টাকার ড্রেন ও রাস্তার নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, কাউন্সিলর আবুল বাশার, ইশরাত জাহান ডলি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সমাজ সেবক গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, সুলেমান মিয়া, হাজী ফিরোজ মিয়া, আশিষ দেবনাথ, রাজু চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।