নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপ সহকারী শহিদুল হক, মসজিদ কমিটির সভাপতি ডাঃ হাবিবুর রহমান, আবুল হোসেন আজাদ, মাওঃ শেখ আব্দুল মন্নান দত্তগ্রামী, নুরুল ইসলাম চৌধুরী, মাওঃ শুয়াইব আহমদ, আব্দুল আলীম ইয়াসিনী, মিজানুর রহমান চৌধুরী নীলু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব। উল্লেখ্য, থানা সদরে গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমুহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ এনভায়নমেন্ট স্যানিটেশন ২য় পর্ব প্রকল্পের আওতায় নবীগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ তিনটি স্থানে পাবলিক টয়লেট নির্মাণের জন্য প্রায় ২১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হবে। প্রতি পাবলিক টয়লেটে ৭ লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে।