স্টাফ রিপোর্টার ॥ রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর নতুন সদস্যদের নিয়ে খোয়াই জোন এর ইন্টার সিটি মিটিং গত শনিবার স্থানীয় স্কাইকুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্ততা ছিলেন ছিলেন লেঃ কর্নেল (অবঃ) পিপি এম আতাউর রহমান পীর, ডিজিএন (২০১৯-২০)। জোনাল কো-অর্ডিনেটর পিপি শামীম আহছান এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন এডিশনাল এডভাইজার পিপি আবু আজমল পাঠান, জোনাল এডভাইজার পিপি শহীদ উদ্দিন চৌধুরী, জোনাল লেঃ গভর্ণর পিপি আমান উল্লাহ বাহার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারীয়ান শহিদুল হক। জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারীয়ান দিবাকর পালের নেতৃত্বে অন্যান্য রোটারীয়ানবৃন্দ। রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী মোহাম্মদ শাহীন। সভায় আরো উপস্থিত ছিলেন খোয়াই জোনের গভর্ণর স্পেশাল এইড মোঃ জসিম উদ্দিন ও ডেপুটি গভর্ণর পিপি ডাঃ এসএস আল-আমীন সুমন। উপস্থিত রোটারীয়ানদের পরিচয় পর্বের পর ভিডিও প্রজেক্টরের মাধ্যমে নতুন সদস্যদেরকে রোটারী সম্পর্কে বিস্তারিত ধারণা ও তাদের করনীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন ডিজিএন পিপি এম আতাউর রহমান পীর। বক্তব্য প্রদানের পর সদস্যরা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। ইন্টারসিটি মিটিংয়ে খোয়াই জোন এর ১৩টি ক্লাব থেকে ৬০ জন নতুন রোটারীয়ান অংশ গ্রহন করেন। প্রানবন্ত ও অংশ গ্রহনমূলক আলোচনার মাধ্যমে ২ ঘন্টাব্যাপী ইন্টারসিটি মিটিংটি শেষ হয়। ভিডিও প্রজেকশন পরিচারনা করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদ্য সাবেক সেক্রেটারী এএসএম মহসিন চৌধুরী। অতিথি বক্ততাসহ অন্যান্য অতিথিদেরকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন যথাক্রমে রোটারী ক্লাব অব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্টাল, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই, রোটারী ক্লাব অব নবীগঞ্জ ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন এর প্রেসিডেন্টবৃন্দ। খোয়াই জোনের এই ইন্টারসিটি মিটিং রোটারী ক্লাব অব হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়।