প্রেস বিজ্ঞপ্তি ॥ সদর উপজেলার আশেঢ়া গ্রামের রেজিয়া বেগমের প্রায় ৫৬ হাজার টাকার মৃত্যুর দাবী পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী। রেজিয়া বেগমের স্বামী নাজমুল আলম মুক্তা নমিনী হিসেবে উল্লেখিত টাকার চেক গ্রহণ করেন। এ উপলক্ষে গত ২২ ফেব্র“য়ারী খাজা গার্ডেন সিটিস্থ জেলা কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জনবীমার জেলা কার্যালয়ের সহকারী এরিয়া ইনচার্জ কাজী মুকতুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব হাজী আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সিলেট বিভাগের ডেপুটি এরিয়া ইনচার্জ নুরুল আলম পাটোয়ারী। বক্তব্য রাখেন কোম্পানীর জেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দীন, কামাল হোসেন, ফজলুল রহমান, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর রবিউল হাসান চৌধুরী। পরে অতিথিবৃন্দ রেজিয়া বেগমের স্বামী নাজমুল আলম মুক্তার নিকট ৫৬ হাজার ৪৬৪ টাকার চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য, রেজিয়া বেগম ইন্সুরেন্স খোলার পর ৫০৪ টাকার ৩টি কিস্তি জমা দেবার পর মারা যায়।