স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দিনে দুপুরে প্রধান সড়ক দিয়ে ট্রাক, ট্রাক্টরসহ ভারী যানবাহন চলাচল করছে। ফলে শহরে যানজট বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার সদর থানার ওসি (অপারেশন) ডালিম আহমেদ অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৯২৯) আটক করেন। ওই ট্রাকটি ট্রান্সপোর্টের মালামাল নিয়ে চৌধুরীবাজার এলাকার সততা এন্টারপ্রাইজে যাচ্ছিল। পুলিশ জানায়, যানজট নিরসনে তাদের অভিযান চলবে।