মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউ/পি সদস্য মোঃ ঠান্ডা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহন, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টার, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেন, হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল দুপুরে ঠান্ডা মিয়া মেম্বার নিজ বাড়ী উপজেলার গোয়াছনগর গ্রামে অসুস্থ্য জনিত কারনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিকালে তার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।