প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির মাসিক সভা। সোমবার সকালে পৌরভবনের সভাকক্ষে কমিটির সভাপতি ও পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অর্পনা পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, হবিগঞ্জ পৌর এলাকার বস্তি এলাকায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সাথে সাথে প্রতিটি পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার জন্য পৌরসভা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন হবিগঞ্জ পৌরএলাকায় দারিদ্র নিরসন, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বর্তমান অর্থবছরে পৌরসভার কর্মকান্ড আরো গতিশীল হবে। সভায় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিল মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম ও অর্পনা পাল।