নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে গতকাল সোমবার উপজেলা হাসপাতাল পুকুর, নবীগঞ্জ থানা পুকুর, নবীগঞ্জ সরকারী কলেজ পুকুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পুকুরে আনুষ্ঠানিকভাবে ৫শ’ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা মৎস্য কমকতা শাহ মোঃ এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের মেম্বার আব্দুল মালিক, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মোঃ তানজিমুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুবলীগ নেতা সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।