লাখাই প্রতিনিধি ॥ মোঃ আবুল কাসেম জাতীয় দৈনিক আমাদের সময়’র লাখাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন। দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি জাতীয় দৈনিক খবর, দৈনিক সবুজ সিলেট পত্রিকায় লাখাই উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, ২০০০ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ সাংবাদিকতার জীবনে তিনি এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য পত্রিকায় লেখনির মাধ্যমে ভূমিকা রাখেন। উল্লেখ সাংবাদিক আবুল কাসেম উপজেলার সিংহগ্রামের সাবেক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মরহুম আনোয়ার হোসেন মাস্টারের ছেলে। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করছেন।