স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির বলেছেন বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন হবে সুষ্টু ও শান্তিপূর্ণ। এখন ১০ হোন্ডা ২০ গোন্ডা দিয়ে নির্বাচিত হওয়ার দিন শেষ। তিনি বলেন, এটা কোন দলীয় নির্বাচন নয়। এলকার সন্তান হিসাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মোতাচিছরুল ইসমলাম এর বিজয় সু-নিশ্চিত। এমপি আবু জাহির এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা মোতাচ্ছিরকে নির্বাচিত করুন অত্র এলাকার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।
গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে হবিগঞ্জ পশ্চিম এলাকার ১২ পঞ্চায়েতের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির একথা বলেন।
লুকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ রইছ মিয়া চৌধুরী। সভায় রিচি, লুকড়া, বামকান্দি, ধল, হুরগাও, রায়পুর, চড়িপুর, আশেরা, সানাবই, বেকিটেকা, পান্ডাইল, বদলপুর, শ্যামপুর, যাদবপুর ও গোপালপুর গ্রামের মুরুব্বি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মুরুব্বিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রইছ মিয়া, হাজী মোঃ আহসান উল্লাহ, সাবেক চেয়ারম্যান আকরাম আলী, আলহাজ্ব মোঃ আরব আলী, আব্দুর রহমান, বরকত আলী, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস, জলফু মিয়া, আব্দুল হক, ক্বারী সিরাজুল ইসলাম, যুব সংগঠনের পক্ষে থেকে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম দুলাই, ডাঃ মোঃ জিতু মিয়া, মাসুক চৌধুরী, কাজল, রাজ্জাক, ফেরদৌস, লিয়াকত, অলি আহাদ, রফিক, এনাম, সাদেক, কালাম, আব্দুল্লাহ চৌধুরী, আওয়াল, মানিক, মোঃ লাউছ চৌধুরী, উসমান মিয়া, কাউছার আহমেদ, মোক্তার হোসেন প্রমূখ।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও মর্তুজ আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমূখ।
সভায় চেয়ামর্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম তার বক্তব্যে সদর উপজেলা নির্বাচনে সকলের সার্বিক সহযোগীতা ও ভোট কামনা করেন।