সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় আঞ্চলিক সম্মেলন ॥ পেশার পাশাপাশি মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় আঞ্চলিক সম্মেলন ২০১৭। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের তৃতীয় তলায় মনসুর ব্যঙ্কুয়েট হলে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম খোকনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএইচআরসি সিলেট বিভাগের গভর্ণর ড. আর কে ধর, বিএইচআরসি ইউএসএ ব্রাঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ কে জামান চৌধুরী, বিএইচআরসি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবু ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএইচআরসি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী, সিলেট জেলা শাখার নির্বাহী সভাপতি তপন মিত্র, সাধারণ সম্পাদক প্রফেসর ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শাখার সভাপতি তাহমিন আহমেদ তাকু, নির্বাহী সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজি আরা বেগম, সাধারণ সম্পাদক আল হেলাল ও হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মো: জমির আলী। বক্তৃতা করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট শায়লা খান, লাখাই উপজেলা শাখার সভাপতি ফজলুল করিম চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা শাখার সভাপতি মোশাহিদ মিয়া, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নির্বাহী সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি আব্দুর রকিব, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এম এ রহিম, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, অ্যাডভোকেট জন্টু দেব, প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ, অ্যাডভোকেট অমৃত লাল দাশ, সাংবাদিক এস এম সুরুজ আলী ও সিরাজুল ইসলাম জীবন প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বানিয়াচঙ্গ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, গীতা পাঠ করেন নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীকে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদানের ঘোষণা ঘোষণা দেন বিএইচআরসি’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। একই সাথে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে মৌলভীবাজার জেলায় মানবাধিকার কমিশনের গভর্ণরের দায়িত্ব দেয়া হয়। অনুষ্ঠানে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাসহ ওইসব জেলার অধিকাংশ উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মীদের শপথবাক্য পাঠ করান মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও মানবাধিকার সঙ্গীত পরিবেশন করা হয়।
সম্মেলনে মানবাধিকার কর্মীরা ব্যক্তিগত পেশার পাশাপাশি মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার করেন। তারা শপথ নেন সৎ পথে উপার্জন করে উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করবেন। সেই সাথে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তুলবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com