নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনসহ ভূমি দখলের পাঁয়তারাসহ চাঁদা দাবির অভিযোগ এনেছেন এক নিরীহ ব্যক্তি। মোঃ সিরাজ উল্লা নামের ওই ব্যক্তি গত শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগের কথা উল্লেখ করেছেন।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের হাজী মোঃ রিফাত উল্লার পুত্র মোঃ সিরাজ উল্লা অভিযোগ করেন, তিনি নবীগঞ্জ শহরের ওসমানী রোডে হাট নবীগঞ্জ মৌজার কিছু ভূমি ১৯৯৩ সালে বৈধ মালিকের নিকট থেকে ক্রয় করে অদ্যাবধি ওই ভূমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। সম্প্রতি তিনি তার দখলীয় ভূমিতে একটি গৃহ নির্মাণ কাজ শুরু করেন যা প্রায় সমাপ্তির পর্যায়ে। মোঃ সিরাজ উল্লা বলেন, তার বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তিনি তার গৃহ নির্মাণ সামগ্রীসহ নির্মাণকর্মীদের দেখভাল করার জন্য তার নিকটাত্মিয় ও ওসমানী রোডের প্রতিবেশি মোঃ আশিকুর রহমানকে দায়িত্ব দেন। তিনি বলেন, প্রায় সপ্তাহ খানেক আগে নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলাউদ্দিন তালুকদার তার গৃহ নির্মান শ্রমিক ও মোঃ আশিকুর রহমানের নিকট গিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ ভূমি ও বড় অঙ্কের চাঁদা দাবি করেন। অন্যতায় গৃহনির্মাণ বন্ধের হুমকি দেন। মোঃ সিরাজ মিয়া বলেন, তিনি মফস্বলে বসবাস করেন। উক্ত কাউন্সিলরের হুমকি ধামকির কারনে তিনি নবীগঞ্জ শহরে নিরাপদে চলাফেরা করতে পারছেন না। মোঃ সিরাজ মিয়া এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে মোঃ সিরাজ মিয়ার নিকটাত্মিয় মোঃ আশিকুর রহমান ও উপস্থিত ছিলেন।