শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নিউইয়র্কে শোক সভায় আবু জাহির এমপি ॥ ’৭১ এর পরাজিত শক্তিই জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৭৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যেই কাজ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের ছাত্র-জনতা পাকিস্তানীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত শোক সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি আবু জাহির আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দেশের জনগণ ঝাপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের প্রাণ এবং ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু পরবর্তীতে ’৭১ এর সেই পরাজিত শক্তিই জিয়াউর রহমানের নেতৃত্বে ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করায় বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা কোনওদিন পূরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। শীঘ্রই আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলাকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে ইনশাল্লাহ।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শামীম আহসানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাহেদ হাসান রাসেল এমপি, মিজানুর রহমান এমপি, রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এমদাদ চৌধুরী, ফকির আলমগীরসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com