নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট আওয়ামীলীগের নেতা-কর্মীরা নিজের অস্তিত্ব রক্ষায় কোমর বেধে মাঠে নেমেছেন। ৩দিন আগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ চুনারুঘাট ঘুরে যাবার পর থেকে নেতা-কর্মীরা সর্বশক্তি নিয়ে কাজ করছেন আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে। এতে ভোটের মাঠের চিত্র অনেকটাই পাল্টে গেছে বলে আলোচনা চলছে। মাধবপুর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সুচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে নেতা-কর্মীরা একাট্রা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে কাজ করছেন তারা। তাদের একটাই কথা, কোন দলাদলি নয়-নির্বাচনে জয় লাভ করতে হবে। আওয়ামীলীগ ঘারানার চেয়ারম্যানরাও এখন মাঠে। আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। অন্তত দলের ইমেজ ধরে রাখা ও দল মনোনীত প্রার্থীর জয় নিয়ে আসাটাই হল এখন প্রধান কাজ। অপরদিকে বিএনপি, জামাত, হেফাজতের নেতা-কর্মীরা তাদের প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানকে উপজেলা চেয়ারম্যান বানাতে মরিয়া। এ নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। যে কোন মুলে তারা আওয়ামীলীগের দূর্গে আঘাত হানার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তবে বিগত সময়ের জ্বালাও-পোড়াও আন্দোলন কর্মীদের নিয়ে প্রচারে অংশ নেয়ায় তারা কিছুটা প্রশ্নের সম্মুখিন। ভোটারের এসব প্রশ্নের তেমন কোন উত্তর তারা দিতে পারছেন না। এরপরও তারা বলছেন, সাধারন ভোটাররা তাদের পক্ষে রায় দিবেন। সাধারণ ভোটারদের সাথে আলাপ হলে তারা জানান-দলের পাশাপাশি ব্যক্তি ইমেজও দেখতে হবে। আওয়ামীলীগের দূর্গ বলে খ্যাত চুনারুঘাট উপজেলা নির্র্বাচন অনুষ্ঠানের বাকী আর ৪ দিন। এ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তাহের (আনারস)। বিএনপি’র একক প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (কাপ-পিরিচ)। এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জামাল উদ্দিন কাওসার (ঘোড়া)। পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রম্যান পদে লড়ছেন ৭ প্রার্থী। আগামী ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন।