স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সুবজবাগ এলাকায় শুভ উদ্বোধন হয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান আর এ কে’ সিরামিক এর ডিলার হোসাইন ট্রেডিং ‘শো-রুম’। গতকাল শুক্রবার বিকেলে শহরে এই প্রথম আর এ কে সিরামিকে ডিলার হোসাইন ট্রেডিং এর ‘শো রুমটি উদ্বোধন করেন আর.এ.কে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে একরামুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর.এ. কে কোম্পানীর এডিএম-সেলস এন্ড মার্কেটিং মোঃ সরোয়ার জাহান, এজিএম সেলস এন্ড মার্কেটিং মিজানুর রহমান পলাশ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ মুশফিক আহমেদ, ও হোসাইন ট্রেডাসের স্বত্তাধিকারী সৈয়দ ইমরোল হোসাইন রাসেল প্রমুখ। এদিকে আর এ কে সিরামিকের এই শো রুম উদ্বোধন হওয়ায় হবিগঞ্জের বাসা-বাড়ির ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক-ক্রেতারা সন্তোষ্টি প্রকাশ করে বলেছেন, এমন একটি ভাল কোম্পানীর টাইলস সহ নানা সামগ্রী কেনার জন্য আমরা ছিলাম বহুল প্রত্যাশী। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।