মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ আদালতে প্রক্সি হাজিরা দিতে গিয়ে জেল হাজতে বাস করছে মাধবপুরের দুই যুবক। এরা হচ্ছে-আদাঐর গ্রামের হাছন আলীর ছেলে রাসেল মিয়া এবং একই গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল হান্নান।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, আদাঐর গ্রামের মোঃ শুক্কুর মিয়া বাদি হয়ে ২৯ জনকে আসামী করে ২০০২ সালে মাধবপুর থানার একটি মারামারি মামলা দায়ের করে। মামলা নং-২৩। মামলায় ২২ নং আসামী হচ্ছেন দুলাল এবং ২৬ নং আসামী হচ্ছেন মেম্বার মনির হোসেন। গত ২০ ফেব্র“য়ারী আসামীরা হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেয়। কিন্তু ২২ নং হচ্ছেন দুলাল মিয়ার পরিবর্তে রাসেল মিয়া এবং ২৬ নং আসামী মেম্বার মনির হোসেনের পরিবর্তে আব্দুল হান্নান প্রক্সি হাজিরা দেন। বিজ্ঞ আদালত সকল আসামীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সুত্র মতে জানা যায়, আদাঐর গ্রামের বর্তমান ইউপি সদস্য মনির হোসেন মোটা অংকের টাকা দিয়ে তার পরিবর্তে একই গ্রামের আব্দুল হান্নানকে প্রক্সি দিতে আদালতে পাঠান। এ ব্যাপারে ইউপি সদস্য মনির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সম্পূর্ন মিথ্যা।