বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর চাঁরগাঁও গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোছাব্বির হোসেন রতন বোয়ালিয়া বাজার থেকে মার্কুলী বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে বৃক্ষ রোপনের পরিকল্পনা করেছেন। এছাড়া তিনি প্রবাসীদের জন্য দৌলতপুর বাজারে একটি প্রবাসী সেন্টার চালু করেছেন। ওই সেন্টারে প্রবাসীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি প্রবাসীদের ওই সেন্টারে আমন্ত্রন জানিয়েছেন।
এর আগে ২০১৪ সনে তিনি ব্যক্তিগত অর্থায়নে চাঁরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির ১২ শতাধিক বৃক্ষ রোপন করেন। সিলেট বিভাগের ৪টি জেলায় বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান মোছাব্বির হোসেন রতন।