আবুল হোসেন সবুজ, মাধপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশের ৩০ কিলোমিটার জায়গা ঝুপঝাড় পরিস্কার কার্যক্রমে নেমেছে মাধবপুর থানা পুলিশ ও স্বেচ্ছাসেবি সংগঠন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি এসএম রাজু আহমেদ পরিস্কার অভিযানের সূচনা করেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবি রক্তদানকারী সংগঠন এম.বি.এস রক্তদান কেন্দ্রের একদল তরুণ সদস্য এ পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাধবপুর থেকে অলিপুর গেইট পর্যন্ত প্রায় ৩০কিঃ মিঃ মহাসড়কের দুপাশে আগাছা দ্বারা সৃষ্টি হওয়া ঝুপঝাড়গুলো পরিস্কার করা হবে। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিদ মিয়া, পৌর কাউন্সিলর বাবুল মিয়া, তিতাস জেনারেল শিশু হাসপাতালে এমডি আশেদুল হক জিন্টু, এসআই মাসুদুজ্জামান, এএসআই আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।