মাধপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানা বারঘরিয়া গ্রামের রহিম খা’র পুত্র রবিউল (২৮) ও নাসিরনগর থানার হরিপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র ইব্রাহিম মিয়া (২৫)। গতকাল শুক্রবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের রাস্তা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে থানার এসআই লোকমান হোসেন জানিয়েছেন।