নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন বিভাগীয় সম্মেলন সফল করতে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ মধ্য বাজার অস্থায়ী কার্য্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি এটি এম সালাম, এডভোকেট রাজীব কুমার দে তাপস, সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না, নিরুপম দেব, তাজুল ইসলাম, মাহবুবুর রহমান রাজু প্রমূখ। সভায় হবিগঞ্জ আমিরচান কমপ্লেক্সে ১৯ শে আগষ্ট শনিবার বিভাগীয় সম্মেলন সফলে সকল নেতৃবৃন্দকে যোগদান করার আহবান জানানো হয়।