স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সদর উপজেলা নির্বাচনে গণসংযোগ কালে বক্তারা বলেন সৈয়দ আহমদুল হকের ভোট কোন দুস্কৃতিকারী চুরি অথবা লুন্টন করার চেষ্ঠা করলে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এদের প্রতিরোধ করব। গতকাল শনিবার বিকেল ৩ টায় গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ তরফ বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ভাদৈ গ্রামের বিশিষ্টজনদের আয়োজনে হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও এম এ রকিব জালালের পরিচালনায় সভায় বক্তৃতা করেন গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী, আশিকুর রহমান আশিক, মৌলানা আতাউর রহমান, আব্দুস ছামাদ, মিন্বর আলী মুঞ্জি, নুরুল ইসলাম, মোঃ শফিক মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ মানিক মিয়া, আব্দর রাজ্জাক, এম কে বাশার, মোঃ গোলাপ মিয়া, আব্দুল হামিদ তালুকদার, আব্দুল আহাদ, ছালেহ আহম্মদ, শামছুল হক, আব্দুস শহিদ মেম্বার, হাজী আম্বর আলী, শাহ্ মতিউর রহমান মতিন, মোঃ নাছির মিয়া প্রমুখ।
এছাড়া গতকাল শনিবার লোকড়া ইউনিয়নে ও শায়েস্তাগঞ্জ এলাকায় সৈয়দ আহমদুল হকের নির্বাচনী ব্যাপক গণসংযোগ করা হয়।