মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের আহম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ১৮জন শিক্ষার্থী বেতন পরিশোধ না করায় তাদেরকে পরীক্ষ দিতে দেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই মাসে ঐ বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও এসএসসি পরীক্ষার্থীদের প্রিটেষ্ট পরীক্ষা অনুষ্টিত হয়। ২০ জুলাই এসএসসি পরীক্ষার্থীদের আইসিটিসহ অন্যান্য শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হলে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত গোলবাহার খানম হলে প্রবেশ করে এসএসসি পরীক্ষার্থীসহ মোট ১৮ শিক্ষার্থীকে বেতন না দেয়ার কারণে হল থেকে বের করে দেন এবং তাদের পরীক্ষা দিতে দেননি। ফলে শিক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। এব্যাপারে শিক্ষার্থীরা অভিভাবকের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় কর্মরত সৌকত আলীর সংগে যোগাযোগ করেও কোন ফল পাননি বলে জানান এক অভিভাবক। পরে এসএসসি পরীক্ষার্থী সায়েমা আক্তারের পিতা মাওলানা আব্দুল মতিন বাদী হয়ে জেলা প্রসাশক, জেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে এলাকাবাসীর চাপের মধ্যে ১৬ আগষ্ট বুধবার ১০ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নিতে বাধ্য হন প্রধান শিক্ষক। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলবাহার খানম জানান, এটি ভুলবশত হয়েছে শ্রেণি শিক্ষক কয়েকজনকে বের করে দিলেও যারা আমার নিকট এসেছে আমি তাদেরকে পরীক্ষা দিতে দিয়েছি, যারা আসেনি আজ ১৬ আগষ্ট বুধবার তাদের পরীক্ষা গ্রহণ করেছি।