প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগষ্ট সকালে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ। প্রভাষক রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, গভর্ণিং বডি সদস্য মোঃ আব্দুল করিম মেম্বার, সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, প্রভাষক সৈয়দ আফজল মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডঃ খোকন চন্দ্র গোপ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডি সদস্য আলহাজ্ব আব্দুল বাছির ও আলহাজ্ব ডাঃ আব্দুর রহমান হাসুু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আলম, বর্তমান সহ-সভাপতি হাফিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা কাউছার আহমেদ, রেফাজুল হক জুয়েল, সারোয়ার আহমেদ লাভলু, এবাদুল হকসহ কলেজের শিক্ষার্থীরবৃন্দ। প্রভাষক কৃষ্ণমোহন বণিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন প্রভাষক আলী আজম, গীতা পাঠ করেন প্রভাষক তাপস কিশোর রায়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কলেজের লাইব্রেরীয়ান মোঃ কাওসার আহমেদ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল ভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজ গভর্ণিং বডির সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।