স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করছে এক যুবক। বারবার এর প্রতিবাদ করেও কোন সুরাহা না হলে অবশেষে ওই ছাত্রীর পিতা সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, শহরতলীর ইনাতাবাদ এলাকার ১০ম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে রাজনগর এলাকার তানভীর মিয়া। এ ঘটনায় মেয়ের পিতা ছেলের অভিভাবকের নিকট বিচারপ্রার্থী হয়েও কোন বিচার পাননি। গত ১৫ আগষ্ট তানভীর ওই ছাত্রীর ভাই মিলাদকে মারধোর করে। এবং তার বোনের ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শাসিয়ে দেয়।